Sunday, December 15, 2019

'নবান্ন', এক নির্বাচিত নৈঃশব্দ






ব্যক্তিত্ব এবং সময়চেতনার মধ্যে যাপন যদি এক নিভৃতির সংলাপ হয়, তবে তা পার্থপ্রতিম কাঞ্জিলালের কবিতা সম্পর্কে সামান্য হলেও কিছু ইঙ্গিত দেয়। কিন্তু এই ব্যক্তিত্ব এবংযাপনের গভীরতা এমন-ই, যে এই ইঙ্গিত খুব সামান্যই সেই গভীর  ভাবনাযাপনের এক অংশের প্রতিনিধিত্ব করে। তাঁর অসংখ্য  অগ্রন্থিত কবিতার একটা অংশ বেছে নিয়েছেন গৌতম সেনগুপ্ত এবং গৌতম বসু। নিপুণ সম্পাদনায় প্রকাশিত হয়েছে তালপাতা থেকে পার্থপ্রতিম কাঞ্জিলালের নতুন কবিতার বই ' নবান্ন'। সামান্য কিছু ভুল থাকলেও, বাংলা কবিতার পাঠকরা চিরকৃতজ্ঞ থাকবে এই গ্রন্থের জন্য, তার একটা কারণ কবির অনিচ্ছার কারণে দীর্ঘদিনের এই সব কবিতা পাঠক এবং নতুন পাঠকদের ধরাছোঁয়ার বাইরে ছিল, এবং আরেকটা কারণ, এই কবিতাগুলির মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে কবির ভাবনাচিন্তার অভিযাত্রার একটা অংশ। এমনকী এখন যে কবি একটু অন্যরকম ভাবে হলেও বামপন্থার দিকে, বামপন্থী ভাবনার দিকে ঝুঁকেছেন, তার ইঙ্গিতও এই কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। 'কবিপ্রতিষ্ঠার কথা', 'প্রতিযোদ্ধার কথা' , জনক, শিক্ষা, উৎপলের বিরুদ্ধে যুদ্ধ, আমার অন্নচিন্তা, বিপ্লব, বিপ্লবীকে, রক্তাক্ত, নতুন পার্থর কথা-- এমন অসামান্য মণিমুক্তো ছড়ানো আছে এই কাব্যগ্রন্থে। হয়তো একটা কবিতা বা একটা লাইন তুলে দিলে এই কাব্যগ্রন্থের প্রতি অবিচার-ই করা হবে। কিন্তু বাংলা কবিতার সামগ্রিক ইতিহাসের প্রেক্ষিত থেকে বিচার করলে, এই কাব্যগ্রন্থ অবশ্যই এক সম্পদ হিসেবে থেকে যাবে আমাদের কাছে, আগামী সময়ের জন্য। এই কাব্যগ্রন্থ পড়তে পড়তে আরও বেশি মনে হয়, পার্থপ্রতিম কাঞ্জিলালের কবিতাসমগ্রের খুব প্রয়োজন এখন। বাংলা কবিতার স্বার্থে এই কাজটির জন্য কেউ এগিয়ে আসুন, এটাই প্রার্থনা।

কবিতাগুলির ফন্ট কেন এত ছোট সে বিষয়ে প্রশ্ন থাকেই। প্রচ্ছদ যথাযথ।

গ্রন্থ-নবান্ন
পার্থপ্রতিম কাঞ্জিলাল
প্রচ্ছদ- অ্যালিস বোনার
তালপাতা
১৬০ টাকা




হিন্দোল ভট্টাচার্য 

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না  যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি- যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হ...

পাঠক-প্রিয়