Sunday, December 15, 2019

একটি কবিতা - প্রণব বসুরায়





অস্বচ্ছ কুয়াশায় ভৌতিক পা ফেলে সাদা ঘোড়া
হেঁটে যাচ্ছে তোমাদের পাশ দিয়ে
তার গায়ে এখন ঘাম নেই, কেশর নতমুখী
পিঠে একটা হাল্কা জীবন, কিছু অপাঠ্য বই
ও, যা কিছু সম্বল---
এ রকম প্রস্থান শোক বা উলুযোগ্য নয়
সমস্ত দরজা তাই সপাট বন্ধ থাকে সুপ্ত শহরে

নদীর পাশের রাস্তা গ্যাছে কিনা সিন্ধু সভ্যতায়
অশ্ব জানে না...
অর্ডিন্যান্স কারখানার গুলির শব্দ
বত্রিশ সেকেন্ড পর কাছে আসে... ঘোড়া নির্বিকার...

বন্ধ দরজায়
সে লিখে রাখে গমনের ইতিহাস

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না  যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি- যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হ...

পাঠক-প্রিয়