" আর যাব না এমন ভ্রমণে যেখানে বিষের সাথে সন্ধি করে আগুন" এমন পংক্তি লিখেছেন কবি অয়ন চৌধুরী। তাঁর ' যদি দু টুকরো জেরুজালেম ছুঁড়ে দাও ঝুলবারান্দা থেকে' কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাই আগামী সময়ের কবিতার সাক্ষ্য রাখে। যেমন--
" আমার শূন্যতাকেও একটু আধটু আবির দিও আগত রং - পার্বণে
রঙের খেলায় রাঙিও বসন্ত-শরীর---
এই জেগে থাকা, এই গুমরে ওঠা গান
থেকে যতখানি নীল স্রোতে উঠে আসো তুমি,
তোমার স্পর্শ। আগুন। পুড়তে পুড়তে আরও গান হয়ে ওঠে
রং। রঙের উৎসারে তোমার আমার এইটুকু অন্তরঙ্গ ভালো থাকা
শুধু শূন্যতা জেনেছে---
সকলের কাছে কৌশলে তা গোপন করে গেছি।" ( রং - পার্বণ)
নরকে এক ঋতুর যে বিষাদময় আগুন একটা সময়ে বাংলা কবিতার ভুবন ও বিশ্ব কবিতার ভুবনকেও অস্থির করে তুলেছিল, হয়তো আমাদের সময় সেই অস্থিরতার মধ্যে দিয়েই এখন যাচ্ছে। সময়ের এই উন্মত্ত অস্থিরতার ভাষা অয়নের কবিতার মধ্যে স্পষ্ট। তিনি লেখার ক্ষেত্রে যেন অবগাহন করেছেন অনন্তকালীন বেদনার স্রোতে। ' একটা মৃদু ভেঙে জন্ম হবে গভীর নিরুদ্দেশ'। এই অসম্ভব একটি সিন্ট্যাক্সের জন্ম হয় তখনই, কবি যখন নিজেকে মশালের আগুনের মতো ছড়িয়ে দিতে পারেন। আবার ' নদী তুমি আঘাত দিয়েছ যত/ তার চেয়েও দামি তোমার বুকের ও দু'ফোঁটা নুন লাগা ক্ষত!"
তাঁর এই কাব্যগ্রন্থটি অনেকটাই মশালের আগুনের মতো। অন্ধকারে যার ফুলকি এদিক ওদিক ছড়িয়ে পড়ছে। 'আমি ক্রমশ আড়াল হয়ে যাচ্ছি/ সেখানে কেউ আমাকে আলাদা করে চিনতে পারে না/ হয়তো বা জুঁইও।" আত্মবিলোপের এক কাব্যিক নিরভিসন্ধির খেলায় মেতেছেন কবি এই কাব্যগ্রন্থে।
সাধারণ প্রেমের কবিতা যেখানে অসাধারণের কাছে পৌঁছে যায়, অয়নের কবিতার এই বইটি তেমন। হয়তো গল্পগুলি সকলের-ই জানা। কিন্তু সে জানাটি, অয়নের কবিতার আবহমান বেদনার স্রোতের মধ্যে মিশে গিয়ে জন্ম দিচ্ছে এক অন্যরকম অন্ধকার। যে অন্ধকারে ' তার চুলের ঘ্রাণের শ্যাম্পু আজ / সাড়ে চারশো বছর সেই পুরুষ আর খুঁজে পেল না..."
এভাবেই তাঁর এই কবিতার বইটিতে অয়ন অনন্তকালের কাছে পৌঁছেছেন। র্যাঁবোর বেদনার বোধ এবং রিলকের দর্শন -- এই দুটিই তাঁর কবিতার মধ্যে মিশে গিয়ে জন্ম দিয়েছে এক নতুন কাব্যভাষার। কবি অয়ন চৌধুরীর এই কাব্যগ্রন্থটি পাঠকের কাছে সমাদৃত হবে সন্দেহ নেই। বইটির প্রচ্ছদ শিল্পী তৌসিফ হক। যথোপযুক্ত প্রচ্ছদ।
কাব্যগ্রন্থ - যদি দু'টুকরো জেরুজালেম ছুঁড়ে দাও ঝুল বারান্দা থেকেই
কবি- অয়ন চৌধুরী
প্রচ্ছদ - তৌসিফ হক
প্রকাশক-স্রোত পাবলিকেশন
মূল্য - ১৫০ টাকা
বেবী সাউ
No comments:
Post a Comment