সমর্পণ
এসব গ্রহণ রাত আগুনের স্পর্শ নাই তত
অযথা যাতন ভেবে, অনিচ্ছুক, তাহাকে কাঁদাবে!
যে জ্বর শরীরে আজ তনু ম্রিয়মান... তাপনের
শোক নিয়ে হেঁটে যাওয়া ব্যাথাতুর ঘুঘু। যথোচিত
ইতিবৃত্ত হয়নি মুখস্থ। আশ্বাসের কাল ভেঙে
ধীরে অতি ধীরে টোকা দাও সাংসারিক প্রহরেও
আঙুল তাহাকে দেব? যে আঙুল ভারবাহী ক্ষত!
বিবাহ
যেন ভাস্কর্য। দ্যুতি বিজড়িত। নিজেকে মেলাই দেবীজ্ঞানে
প্রেম কী অসার! অযথা আদরে জেগেছিল ধ্বনি মোহময়ী
এসব ক্ষতের ঋণ বহুকাল চির অনুদিত
বহুকাল এক মিছা বাণী
সিঁদুর পরানো চোখ স্নেহ লোভী
একান্নপীঠ-গল্প বলাটা এখুনি জরুরি?
সমর্পণ এবং বিবাহ ক্ষত ও প্রেম
ReplyDeleteসিঁদুর পরানো চোখ স্নেহ লোভী......❤
ReplyDeleteভালো লাগলো
ReplyDeleteএসব গ্রহণ রাত আগুনের স্পর্শ নাই তত
ReplyDeleteলাইনটার মায়ায় দাঁড়িয়ে গেলাম তো
স্নেহলোভী। অনূদিত
ReplyDelete