মিথ্যুক
কথার ভিতর দিয়ে অহরহ আলো ঢেলে গেছো
সে মেয়েটি ভেবেছিল লীলাময় আলো বীজ
স্রোতভাণ্ড ছুঁয়ে বিশল্যকরণী হবে আসন্ন দুপুরে
পুরুষ্টু বাকল থেকে বিন্দু বিন্দু স্নিগ্ধ ভানুমতী
গহীনে গড়িয়ে গিয়ে রসসিদ্ধি শেষে
তাকেও বানাবে আলোগাছ ,
তারপর চন্দ্রপ্রভ ফসলের মাস...
মোহনিয়া ক্ষণটিকে ধরে রাখবে বলে
মনখানি ঘসে মেজে মুকুরের মত
এ সমস্ত স্বপ্নে পাওয়া ছিল, আজ সে তো দেখতে পাচ্ছে
কল্পবৃক্ষ ঘিরে আরো কত সোনামুখী লতা
তার চোখে ধাঁধা লেগে গেছে, চোখের ভিতর দিয়ে
নেমে যাচ্ছে সোনালী গরল,
পুড়তে পুড়তে সেও উগড়েছে আলোদের দাম
পুড়তে পুড়তে আজ খুলে ফেললো সবুজ আভাস
বাহ,ভালো লাগল।
ReplyDelete