Sunday, December 15, 2019

কবিতা- সবর্না চট্টোপাধ্যায়







কুয়াশা

মধ্যাহ্ন ডুবে যায়।
আঁধারে আঁধারে বাড়ে সঙ্গম
কফি বীডের মতো আলতো সময়
তুলে নিচ্ছো একে একে।

মুখে ধরে আছি তোমায় আজও উত্থিত পুরুষ
আর কত নগ্ন হলে তুমি বুঝতে
এ কোন কুয়াশা নয়,

গোটা পৃথিবী হাঁ হয়ে আছে তোমায়
জন্ম দেবে বলে!


কায়া

অন্ধের মতো বিলিয়ে দিয়েছি কায়া
প্রদীপের আলো এসে পড়ে। আঁধার দেখি না
শুধু এক শিখা, কাঁপা কাঁপা
বয়ে যায় মৃদু হাওয়া। বয়ে যায় জল।
আমাদের সংসার ইঙ্গিতে কথা বলে।

ঝুলন্ত আঙুরের থোকা
হাত বাড়িয়েছ বুদবুদের ভেতর
চেটে নিচ্ছি ঘাম, স্বেদ। মিশে যায় সমস্ত রক্তপাত
কষ্টি পাথরের মাঝে আঁকা ত্রিনয়ন জ্বলে ওঠে।

বেলপাতা সাজাই। সাধনার পুষ্পাঞ্জলি সারি
চোখের পাতা ভিজে যায় রোজ
অশরীরী নুনজলে...





No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না  যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি- যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হ...

পাঠক-প্রিয়