Sunday, December 15, 2019

নতুন কবিতা - সন্দীপন চক্রবর্তী






নতুন কবিতা



যেকোনো মানুষ আরও বিষণ্ণ হয়ে যায় চাকরির চাপে
শরীরের থেকে তার ঝরে যায় সমস্ত সবুজ
হাওয়া দেয় তীব্র, এলোমেলো

একে একে সোনা রুপো সমস্ত ফুরিয়ে যায় -- ক্ষমতাও --
নিশ্চিন্ত শিকল তার গলায় গনগন করে,
যেন স্বপ্ন, চুইংগাম, যত টানি বেড়ে যায়
ছেড়ে দিলে ফিরে আসে, ধাক্কা মারে -- কে তুমি? কী চাও?
উত্তর না-জানা এক বোবার গোঙানি ভাসে --
কাঁপে আয়ু, কাঁপে স্মৃতি, স্নায়ুর শিকড় শিরা কাঁপে

যেকোনো মানুষ আরও বিষণ্ণ হয়ে যায় চাকরির চাপে




অজানা বাঘের মুখে পড়ে বুক
দ্রুত আর অসমান কেঁপে কেঁপে ওঠে
আমার বন্দুক নেই, বর্ম নেই, ছোরাছুরি নেই
নিধিরাম জানে যত শিকারপদ্ধতি
সমস্ত নিষ্ক্রিয়। শুধু বিষণ্ণতা গ্রাস করে তাকে।
সবই তো মায়ার টান, ছেড়ে আসা যায় না কিছুই

রোমকূপগুলি শুধু আরও আরও বেড়ে যায়
সেখানে বালতি ফেলে জল তোলে, চান করে যারা
তাদের অন্ধকার মেটে না কখনো।
তাদের শব্দগুলো রোঁয়া রোঁয়া, শুঁয়োপোকা –
তাদের মাথায় এক ঝল্‌মলে আর্তনাদ
হাসির তরঙ্গ তুলে ভেঙে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে





















No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না  যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি- যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হ...

পাঠক-প্রিয়