Monday, December 16, 2019

কবিতা- ঈশানী বসাক





ছায়া


জানলা দিয়ে বাইরের দিকে তাকাই
ফার্ন গাছটা রোজ মাথা নাড়ে, উঁচু হয়ে দেখতে চায় দূরে ওর মতো কেউ আছে কিনা ... ফার্নের পর থেকে গোটা দুনিয়াটাই রহস্যময়। পৃথিবীর না জানি কত সুখ ওই গাছের ওপারে অথচ মা চিরকাল আমাকে সংসার ছেড়ে যেতে মানা করে গেলো।


সময় থেমে রয়েছে আমাদের এই গুটিকয়েক দরজা জানালায়। মা আমাকে ডাকছেন শুনতে পাচ্ছি। ঘরে সাজানো গোলাপি ফ্রক আর কাজললতায় পাতা গরম কাজল।

মা ডাকছেন , মনা আয় রে , আর লুকোসনা। দৌড়ে যাচ্ছি , কী আশ্চর্য!! হাওয়ার গতি একনিমেষে মায়ের আঁচলের খুঁট ধরে চিবোতে থাকে।

দেখলাম অবিশ্বাস নিয়ে বাবা তাকিয়ে । মা চলে যাবার আগে অবধি বলতেন জানালায় একদম আমার মতো দেখতে একটা মেয়েকে দেখতেন। বাবা, মা চলে যাবার পর রোজ কাজল পেড়ে বিছানাতে রাখতেন। বহুদূর থেকে শুনতাম , মনা আয় তাড়াতাড়ি, সন্ধ্যা হলো, খোলা চুলে ঘুরিস না।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না  যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি- যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হ...

পাঠক-প্রিয়