Sunday, December 15, 2019

কবিতা - শাশ্বত গঙ্গোপাধ্যায়





রডোডেনড্রন ক্যাফে



নির্জন পাহাড়ি খাদ,লোকে বলে সুইসাইড পয়েন্ট  
থরে থরে জমে থাকা মেঘ,তার পাশে
ধোঁয়া মাখা কাঠ দিয়ে বানানো অখ্যাত এক ক্যাফে

এখানেই দেখা হয়ে যাবে কোনো শীতের বিকেলে
আচমকা,কখনো হঠাৎ
তখন ডেটল রঙ রোদ্দুর ছড়িয়ে চারপাশে
দুজনেই চমকে উঠবো : 
দুজনের মুৃখ জুড়ে অজস্র জটিল বলিরেখা
বাঁশে তৈরি পাত্র করে দেওয়া হবে ছাং,
গেঁজানো কোহলে মেশা ইষ্ট আর আপেলের খোসা
ক্রমে ক্রমে সেই নেশা
সাপের বিষের মতো মাথার দুদিকে উঠে যাবে
টেবিলে টেবিলে চলে প্ল্যানচেট,
প্রিয় সব মৃত কবিদের
আত্মাকে আঁকশি দিয়ে নিঃশব্দে নামিয়ে আনা হয়
রাত্রি এসে টোকা মারবে কানের লতিতে,এখানেই

বাকিটা জীবন শুধু মুখোমুখি বসে আড্ডা হবে

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না  যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি- যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হ...

পাঠক-প্রিয়