Thursday, December 12, 2019

গদ্য- মোনালি







কোল্যাপ্সড কনসেপ্ট 




~তুমি কে?

> আমি অস্তিত্ব। তুমি? 

~আমি অনন্ত


যে বিন্দুতে আলো আঁধার, জল হাওয়া, হাসি কান্না, জানা অজানা মিলে মিশে যায় সে বিন্দুদের ইচ্ছেমত বাড়তে দিলে নানান আকারে অবয়বে বাড়তে বাড়তে এক সময় মস্ত দরজা হয়ে ওঠে অস্পষ্ট....  সুদূর কোনও অন্ধকার রাস্তার অথবা সুড়ঙ্গের।  পলায়নপ্রবণতার , যেখানে সময় নিজের গুরুত্ব ভুলে যায় ।  

এক এক মূহুর্তের অকিঞ্চিৎ থেমে থাকা হয়ত মহাকালের অন্তহীন গতিময়তায় নিজেকে হারিয়ে ফেলে  ।  বহুদূর থেকে আসে নোটেশনের বারণ না মানা সুরেরা , আসে আলট্রা ভায়োলেট, ইনফ্রা রেড ও রামধনুর চোখ রাঙানীর অধিক রঙেরা...

স্বভাবত একা একা, একা ভার বয়ে চলার এ জীবনে কেউ বা কারা....  ছায়া ছায়া মানুষেরা যেন অপেক্ষা করে সে দরজার ওপারে ,  বাইরের বারান্দায় ! ছাদের ঘরের প্রদীপেরা টের পেয়ে যায় আনাগোনা - চেনা অচেনা অস্পষ্ট অপরা জাদু ফিসফিসানির ....  

এক বিন্দু যা বহু হতে পারত যে কোনও দিকে যে কোনও সম্ভাবনায় ছিটকে হারিয়ে যাবার আনন্দে থাকতে পারত মত্ত -- সে এক জায়গায় ধরা পড়ে গেছে, রেখায় ক্ষেত্রফলে আয়তনে....   আটকে পড়ার যন্ত্রণা জীবনভোর বয়ে নিয়ে যেতে হয় গলে পড়া মোম থেকে থেকে মোহনার দিকে...  

অতি তুচ্ছ অতি সাধারণ প্রতিদিনের চরৈবেতি থেকে ছিটকে বেরিয়ে যাবার আকাঙ্খা তাকে দেয় ডানা..... ধোঁয়ার, অনিশ্চয়তার, কুয়াশার....  

যেখানে সে নিজেই এক মহাবিশ্ব...তার গ্যালাক্সিতে   ইচ্ছের গ্রহ উপগ্রহবলয় সে নিজের হাতে যেমন খুশি নাড়াচাড়া করতে পারে....  নগ্ন আয়নায় নিজের প্রতিবিম্বের খুটিনাটিতে  ঈশ্বরের আদল খুঁটিয়ে খুঁটিয়ে চিনতে শেখে। রোমকূপে জঙ্গল জেগে ওঠে, নিঃশ্বাসে ঝঞ্ঝা অথবা প্রলয়   .... শয়তানের আঁধার জমে  ব্লাডি মেরির কাট গ্লাসে, বরফে....   

এভাবে চার দেওয়ালের লক্ষ লক্ষ বিল্ডিং পয়েন্টগুলোকে বাড়তে দিলে কত যে  মস্ত মস্ত দরজা গড়ে উঠতে পারে!  অস্পষ্টতা ছিনিয়ে নিতে পারে বিলবোর্ড .... অন্তহীন অসংখ্য  রাস্তাদের নিদারুণ পলায়নী মিছিলের ক্যাওসে দেওয়ালের গড়ে ওঠার সম্ভাবনাই হয়ত ভেঙে যেতে পারে, সমূলে

সমস্তটা খোলা আর অজানা আর ভয়াবহ.....সুবিশাল অন্তহীন সিস্টেমের এলোপাথাড়ি ছুটে চলতে থাকা, কোনও নিরাপদ এনক্লোজার বা সারাউন্ডিং ছাড়া....

অতএব বাঁধ। অতঃপর আলো। দরজায় লক। নরম বিছানার হলুদ ওমে ফেরা .... এ আসল যাদু। ঘর ঘিরে ফুলেদের ঘাসেদের ভালবাসা। হাত ধরাধরি করে সময়ের স্ফটিক গোলকে নিজেদের কিছু চিহ্ন রেখে যাওয়া.... অসীম প্রত্যয়ে যে, এ হাসি আর কান্না খুব সহজে নিভবে না। 

এ নিরাপদ বলয় ঘিরে অসংখ্য সম্ভাবনার  অনিশ্চিত দরজা আগলে কুয়াশারা .... লাইফ এন ডেথ,  গড এন ডেমন যেখানে কন্সেপ্ট মাত্র। অসংখ্য  নিপীড়িত অস্তিত্বের অজানার ভয়কে শান্ত করবার জন্য মন ভোলানী লুলাবাই।  একমাত্র  বহমানতা সত্য।  বিন্দুতে, মহাবিশ্বে ...

নভেম্বরের শীতহীন কুয়াশাজড়ানো বিকেলে কফির ধোঁয়ায়.... বিন্দুদের আনাগোনা খেয়াল করতে পারি ঠিকই কিন্তু ছুঁয়ে ফেলে তাদের যেমন তেমন খেলার রঙ্গ রসিকতা নষ্ট করতে আর ইচ্ছে করে না.... 

অস্পষ্ট এক সুবিশাল দরজার সম্ভাব্য ক্লাচে হাত রেখে বসেই থাকি অনন্ত অপেক্ষায়


No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না  যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি- যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হ...

পাঠক-প্রিয়