Monday, December 16, 2019

সুবর্ণ রায়ের কবিতাসমগ্র






''চা-সিগারেটেই সন্ধ্যা কাটছে যে বেশ'

কবিতাসংগ্রহ হল এমন একধরনের গ্রন্থ, যা একজন কবির জীবনের বৃত্তান্ত বলাই যায়। একজন কবির কাছে এই কবিতাসংগ্রহ ছাড়া আর কিছুই দেওয়ার থাকে না এই পৃথিবীকে। আর কবিতাসংগ্রহ পড়তে গিয়ে, বিশেষ করে ধারাবাহিক ভাবে পড়তে গেলে বোঝা যায় একজন্ কবির কলম কীভাবে এক দিক থেকে অন্য দিকে, এক যাত্রা থেকে অন্য যাত্রায়, এক ভাষ্য থেকে অন্য ভাষ্যে অনায়াস যাতায়াত করে। তাঁর কাব্যভাষা জটিল নয়, আবার তরলও নয়। সরল, অথচ গভীর। যেমন রয়েছে কাব্যের মধ্যে গল্প, তেমন রয়েছে নাট্যও।''আলোককণার চেয়েও গতিসম্পন্ন বস্তু আছে/ আমাদের চাওয়া-পাওয়ার ওধারে গিয়ে আক্ষেপ /হৃৎপিন্ডের লাভ-ডুব-এর অন্তরালে গুমরানো''।

কবিতার বিবিধ প্রাঙ্গনে তিনি অনায়াসে ভ্রমণ করেছেন, করছেনও। আর এই ভ্রমণের মাধ্যমেই রচিত হয়েছে তাঁর কাব্যব্যক্তিত্ব। 'হলুদ বসন্তের তৃষ্ণার রঙ কী নীল'  জাতীয় লাইন তাঁর হাত দিয়ে যখন বেরোয়, তখন বোঝা যায় সুবর্ণ রায় এক সম্ভাবনাময় কবির রাস্তাতেই হেঁটে এসেছেন এতটা দিন।আর সেই রাস্তায় এসে জুটেছে
" আমার সাথেই জ্বালিয়ে দিয়ো
যত আছে পাণ্ডুলিপিগুলো
কী হবে রেখে আর
সেই কবেকার
স্মৃতিভার স্মৃতিভার"

কিংবা এই হাঁটার দীর্ঘ পথে একের পর এক দৃশ্য এসে জোটে আলো এসে জোটে। ' একটা বর্ণ চৈতালি বিকেলের হাওয়ায়/ উড়ে এসে বসে আর একটা বর্ণের/ পাশে-আগে- পিছে/ তৈরি হয় শব্দ' এবং সেই শব্দের সঙ্গে যাপনের ঘর বাঁধেন কবি সুবর্ণ রায়।

কবি সুবর্ণ রায়ের কবিতার ভাষা সহজ সরল। ভাষার ভারে জর্জরিত নয় তাঁর কবিতার লাইন। সহজ কথা সহজ করে বলার মধ্যে যে কারুকাজ তাই তাঁর কবিতাকে দিয়েছে ইতিঙ্গময় এবং ব্যঞ্জনার যুগপৎ মিশ্রণ। সুবর্ণ রায়ের কাব্যগ্রন্থ  "কবিতা সংগ্রহ ৩" -তে আমরা পাই ছয়টি কাব্যগ্রন্থ থেকে নির্বাচন করে তুলে আনা হীরে মুক্তো জহরতগুলি। অসাধারণ প্রচ্ছদ বইটিকে অন্যমাত্রা দিয়েছে।

তাঁর এই কবিতাসংগ্রহ-৩ সমস্ত পাঠকের কাছে সমাদৃত হোক। পাঠক উপকৃত হবেন সন্দেহ নেই।

কবিতা সংগ্রহ ৩
কবি- সুবর্ণ রায়
প্রচ্ছদ- ফয়সল অরফিয়াস
প্রকাশক- দিবারাত্রির কাব্য
মূল্য -১২৫ টাকা

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না  যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি- যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হ...

পাঠক-প্রিয়