জন্মপত্র
জন্মপত্র, নিজের দুহাতে করে বহুযত্নে রেখেছি তোমাকে
স্তব্ধ দূরত্বের ঘোর, ঘুম মোছো, তাকাও এদিকে।
তাপ আসে ,রোদ আসে, বৃষ্টি মেঘ ঝড়
শৃঙখল যোজন দূরে স্বপ্নের শহর...
অদ্ভুত অদৃশ্য সব অন্ধকার আনচান দিন
এ শরীরে শরীর ঘুমায়, মন নয়
প্রেম নয়
জন্ম
পত্র উদাসীন
নিঃশ্বাস ফুঁপিয়ে ওঠে, আত্মার টনটনে দায়
'মা' করে সজোরে ডাকতে গেছি যতবার
অদ্ভুত কষ্টের কাঁদো কাঁদো মুখ মনে পড়ে যায়।
জন্মপত্র , ডাকে তুলে আমাকে মুহুর্তে জাপটে বুকে ধরে নিও
উদাসীন টলটলে দুচোখে পত্র দ্বারা নিমন্ত্রনের ত্রুটি মার্জনীয়।
আঙুলে আঙুল, খাঁজে খাঁজ
পায়ে কোনো বেড়ি নেই, এক পা অপর পায়ে চেয়ে চেয়ে থাকে।
আছড়ে পড়েছে এভাবে কতোবার অন্য আলোটির পায়ে এসে...
হাতের সজোরে কোনোদিন শিকল ধরেছি
বলে মনেই পড়েনা
আঙুলে আঙুল পড়ে খাঁজে-খাঁজ বাঁধা থাকে নিজস্ব আবেগে
অপরাহ্ন নেমে আসে কেটে যায় দিন কাল রাত বাদবাকি
পূর্বাচল থেকে অস্তাচলে, রাস্তায় দাঁড়িয়ে স্থির থাকার জেদেই
খোলা পড়ে থাকা যত মুহুর্ত বধ্যভূমিতে
আবধ্য একাকী!
No comments:
Post a Comment